Home আন্তর্জাতিক সিনেটে ট্রাম্পের কর সংস্কার ও মেডিকেইড খরচ কমানোর খসড়া প্রকাশ

সিনেটে ট্রাম্পের কর সংস্কার ও মেডিকেইড খরচ কমানোর খসড়া প্রকাশ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

আবু সাবেত: সিনেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মাইক ক্র্যাপো (রিপাবলিকান-আইডাহো) সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের কর সংস্কার পরিকল্পনার খসড়া প্রকাশ করেছেন। এতে ২০১৭ সালের কর্পোরেট কর হ্রাস স্থায়ী করা, মেডিকেইড খাতে কয়েকশো বিলিয়ন ডলার কাটছাঁট করা এবং প্রেসিডেন্ট বাইডেনের অধীনে প্রণীত নবায়নযোগ্য জ্বালানি করছাড় ধাপে ধাপে বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে।
এই খসড়া ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’-এর কেন্দ্রবিন্দু, যাতে সাধারণ মানুষের জন্য করছাড়ের পাশাপাশি বকশিশের আয় করমুক্ত রাখার প্রস্তাবও রয়েছে। তবে এতে এমন কিছু পরিবর্তন আছে যা সিনেট রিপাবলিকানদের হাউজ রিপাবলিকানদের সঙ্গে সংঘর্ষের পথে নিয়ে যেতে পারে।
প্রস্তাবিত বিলটি মেডিকেইডের জন্য কাজের যোগ্যতা ও যোগ্যতা যাচাইয়ের কঠোর শর্ত এবং বিভিন্ন অঙ্গরাজ্যে ফেডারেল খরচ কমানোর মতো বিতর্কিত ধারাগুলোও অন্তর্ভুক্ত করেছে। এটি ঋণসীমা ৫ ট্রিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিচ্ছে, যেখানে হাউজ রিপাবলিকানরা ৪ ট্রিলিয়ন বৃদ্ধিতে সম্মত হয়েছিল।
এই ঋণসীমা বৃদ্ধির প্রস্তাবের কড়া বিরোধিতা করছেন সেনেটর র‍্যান্ড পল (রিপাবলিকান-কেন্টাকি), যিনি স্পষ্ট করে বলেছেন, এত বড় ঋণ অনুমোদনে তিনি বিলটিকে সমর্থন করবেন না। অপরদিকে, বাজেট ঘাটতি যথেষ্ট পরিমাণে কমানো হয়নি বলেও আপত্তি জানিয়েছেন সেনেটর রন জনসন (রিপাবলিকান-উইসকনসিন)। সিনেটরদের বিরোধিতার মুখে, রিপাবলিকানদের কাছে মাত্র একজনের বেশি ভিন্নমত থাকার সুযোগ থাকছে না।
সিনেটের খসড়ায় বলা হয়েছে, যারা মেডিকেইডের আওতায় আছে, তাদের প্রতি ছয় মাসে একবার যোগ্যতা যাচাই করতে হবে, বিশেষ করে যারা ২০১০ সালের অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) আওতায় প্রোগ্রামে যুক্ত।
এছাড়া, যারা এসিএ অনুযায়ী মেডিকেইড সম্প্রসারণ করেনি এমন অঙ্গরাজ্যগুলো যেন স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর কর বাড়িয়ে ফেডারেল তহবিল না বাড়াতে পারে, সে ব্যবস্থাও করা হয়েছে।
২০২৭ সাল থেকে যেসব অঙ্গরাজ্য মেডিকেইড সম্প্রসারণ করেছে, সেখানে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর করহার ৩.৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
সিনেট বিলেও ১৯ বছর বয়স থেকে মেডিকেইড গ্রহীতাদের জন্য কাজের বাধ্যবাধকতা রাখা হয়েছে। তবে হাউজ সংস্করণ থেকে ভিন্নভাবে, এখানে বলা হয়েছে—যাদের নির্ভরশীল ১৪ বছরের বেশি বয়সী সন্তান আছে, তাদেরও মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, পড়াশোনা বা কমিউনিটি সার্ভিসে যুক্ত থাকতে হবে।
এর ফলে রিপাবলিকান সেনেটর সুশান কলিন্স (মেইন), জশ হাউলি (মিজৌরি), জেরি মোরান (কানসাস) ও লিসা মারকাউস্কি (আলাস্কা) অনেকেই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
সেনেটর হাউলি বলেছেন, ‘আমরা বাইডেনের ‘গ্রীন নিউ ডিল’ করছাড় রাখছি, আর তা চালিয়ে রাখতে গিয়ে গ্রামীণ হাসপাতালগুলোর তহবিল কেটে নিচ্ছি। এটা মিজৌরিতে ব্যাখ্যা করা কঠিন হবে।’ তিনি মেডিকেইড গ্রহীতাদের জন্য কো-পেমেন্ট বাড়ানোর প্রস্তাবকেও ‘ভালো না’ বলে মন্তব্য করেছেন।
কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, হাউজের প্রস্তাবিত বিল মেডিকেইড ও শিশু স্বাস্থ্য বীমা কর্মসূচি (চিপ) খাতে দশ বছরে ৮৬৩ বিলিয়ন ডলার খরচ কমাবে এবং দেশে ১ কোটি ৯ লাখ মানুষ বীমাবিহীন হয়ে পড়বে।
সিনেটের বিল মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্রোগ্রামের খরচে কাটছাঁটের কোনো প্রস্তাব দেয়নি, যদিও কিছু রিপাবলিকান এতে ২৭৫ বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্প নিজেও এই জনপ্রিয় প্রোগ্রাম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন।
বিলের খসড়া হাউজ সংস্করণের তুলনায় পরিবেশবান্ধব জ্বালানি করছাড়ে কিছু নমনীয়তা রেখেছে। তবে ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যে নির্মাণ শুরু না হলে হাইড্রোজেন জ্বালানি প্রকল্পগুলোর করছাড় বন্ধ করার প্রস্তাব দিয়েছে—যা সেনেটর শেলি মুর ক্যাপিটোর (ওয়েস্ট ভার্জিনিয়া) জন্য উদ্বেগের বিষয়, কারণ তাঁর রাজ্যের প্রকল্প তখনও নির্মাণাধীন থাকবে না।
বিলটি বিদ্যমান ফেডারেল কর শ্রেণী স্থায়ী রাখবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াবে, এবং ব্যক্তিগত ছাড় বাতিল থাকবে—যার কোনো মেয়াদ নির্ধারিত থাকবে না।
শিশু কর ছাড় হাউজ সংস্করণে ২,৫০০ ডলার থাকলেও, সিনেটের খসড়ায় তা ২,২০০ করার প্রস্তাব দেয়া হয়েছে, যদিও তা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে।
এছাড়া, বকশিশ, অতিরিক্ত সময়ে আয় এবং গাড়ির ঋণের সুদের ওপর আংশিক করছাড় দেয়া হবে—যেমন বকশিশ ২৫,০০০ ডলার পর্যন্ত, অতিরিক্ত আয় ১২,৫০০ ডলার পর্যন্ত, আর গাড়ির ঋণের সুদ ১০,০০০ ডলার পর্যন্ত ২০২৮ সাল পর্যন্ত কর ছাড়যোগ্য হবে।
তবে রাজ্য ও স্থানীয় কর ছাড়ের সীমা এসএএলটি ক্যাপ ১০,০০০ ডলারেই স্থায়ীভাবে আটকে রাখা হয়েছে, যা হাউজ স্পিকার মাইক জনসন ব্লু স্টেট রিপাবলিকানদের সঙ্গে যে সমঝোতা করেছিলেন (৪০,০০০ ডলার পর্যন্ত বাড়ানোর জন্য), তা থেকে পিছু হটেছে।
হাউজ এসএএলটি ককাসের সহ-সভাপতিরা (রিপাবলিকান ইয়ং কিম ও অ্যান্ড্রু গারবারিনো) এই পরিবর্তনের বিরোধিতা করে বলেছেন, ‘বিদ্যমান সমঝোতা ধ্বংস না করে বরং আমাদের প্রতিশ্রুতি রক্ষা করুন এবং প্রকৃত করছাড়ের মাধ্যমে রিপাবলিকান কর্মসূচি বাস্তবায়ন করুন।’

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী