Home আন্তর্জাতিক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হাসপাতালে

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হাসপাতালে

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

মিনারা হেলেন: হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোমকে মঙ্গলবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেচ। অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ডিএইচএস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএইচএস-এর সহকারী সেক্রেটারি ট্রিশা ম্যাকলাফলিন এক বিবৃতিতে জানান, নোম ‘সচেতন’ আছেন এবং ঘটনার পর সুস্থ হয়ে উঠছেন।
ম্যাকলাফলিন বলেন, সেক্রেটারি নোমের আজ অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছিল। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন সচেতন এবং সেরে উঠছেন।
সিএনএন মঙ্গলবার সন্ধ্যায় জানায়, নোমকে অ্যাম্বুলেন্সে করে ওয়াশিংটন ডিসি-সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি হাসপাতালে ‘সচেতন’ ছিলেন ও তার নিরাপত্তা টিম ও চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী