যুদ্ধ থামাও, প্রাণ বাঁচাও
ছাবেদ সাথী
রক্তে রঞ্জিত মরুভূমির বুকে
জ্বলছে আগুন—ইরান আর ইসরায়েলের মুখে,
মৃত্যুর মিছিল, ধ্বংসের গান—
পৃথিবী আজও বোঝেনি মানবতার মান।
ঘুম ভাঙে না শিশুর, কাঁদে মা রাতে,
ধ্বনি ওঠে ক্ষুধার—বোমার আওয়াজ পাতে।
প্যালেস্টাইনের আকাশে কালো ধোঁয়া,
গাজায় আজও স্বপ্নগুলো ছোঁয়া।
ইরানের শহরেও বাজে শোকের বাঁশি,
ঘরের আলো নিভে যায়, থেমে যায় হাসি।
এই কি ধর্ম, এই কি ন্যায়?
যুদ্ধের নামেই শুধু লাশের মেলা ছায়া।
জাতিসংঘ নিঃশব্দ, সভ্যতা লজ্জিত,
মানবিকতা বন্দি আজ, কাঁটাতারে ঘিরিত।
কোথায় কবিরা, কোথায় গান?
যুদ্ধ থামাও—বাঁচাও প্রাণ!
পৃথিবী কি কেবল রাষ্ট্র আর পতাকা?
মানুষ হারিয়ে যাচ্ছে ধোঁয়াটে সড়কে বাঁকা।
এই গ্রহে আলো হোক, হোক সবুজ পথ,
যুদ্ধ নয়, আজ দরকার মানবতার শপথ।