Home আন্তর্জাতিক পাকিস্তানে সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

পাকিস্তানে সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় সরকারি একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় একজন সহকারী কমিশনারসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বাজৌর জেলার পুলিশ সুপার (ডিপিও) ওয়াকাস রফিক পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে বলেছেন, বুধবার দুপুরে খার তহসিলের সিদ্দিকাবাদ এলাকার নাওয়াগাই সড়কে একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের দুই কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদ।

তিনি বলেন, বিস্ফোরণ এত বেশি তীব্র ছিল যে, গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহত ১১ জনকে উদ্ধারের পর খার জেলার সদর হাসপাতালে (ডিএইচকিউ) নেওয়া হয়েছে। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

ডিএইচকিউ হাসপাতাল থেকে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষকে দেওয়া ঘটনার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ২টায় বিস্ফোরণটি ঘটে এবং এর কিছুক্ষণ পরই চারটি মরদেহ ও ১৮ জন আহতকে হাসপাতালে আনা হয়।

এদিকে খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ মালাকান্দের আঞ্চলিক পুলিশ কর্মকর্তার (আরপিও) কাছে বিস্ফোরণের প্রতিবেদন চেয়েছেন।

তিনি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। প্রদেশগুলোতে প্রায় প্রতিদিনই দেশটির সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায় টিটিপি সন্ত্রাসীরা। এই হামলার পেছনেও গোষ্ঠীটি জড়িত বলে ধারণা করা হচ্ছে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী