Home কলাম আইওয়ায় ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ বিজয় উদযাপন: ৫টি গুরুত্বপূর্ণ দিক

আইওয়ায় ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ বিজয় উদযাপন: ৫টি গুরুত্বপূর্ণ দিক

by bnbanglapress
A+A-
Reset

 

ছাবেদ সাথী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আইওয়া সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী উদযাপনের সূচনা করতে, একটি অনুষ্ঠানে যা একইসঙ্গে তার নতুন পাস হওয়া গুরুত্বপূর্ণ আইনের বিজয় উদযাপনেও পরিণত হয়।
ডেময়নে “স্যালুট টু আমেরিকা” অনুষ্ঠানে ট্রাম্প বক্তৃতা দেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এর কয়েক ঘণ্টা আগেই কংগ্রেস ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ পাস করে, যা ট্রাম্পের বহু নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি বড় আইনগত প্যাকেজ।
তিনি তার ভাষণে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, কৃষকদের জন্য অভিবাসন আইন থেকে ছাড় দেওয়ার ইঙ্গিত দেন এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময় নিয়েও মন্তব্য করেন।

১. আইনের পাস হওয়া নিয়ে বিজয় উদযাপন
ট্রাম্প হাউজ ও সিনেটে বহু মাসের দরকষাকষির পর আইনটি পাস হওয়াকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। এই আইনের মাধ্যমে ২০১৭ সালের করছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে, টিপসহ মজুরির ওপর কর বাতিল করা হয়েছে — যা আইওয়ার জনতার মধ্যে ব্যাপক উল্লাস তোলে।
আইনে সীমান্ত প্রাচীর, অভিবাসন প্রয়োগ ও নির্বাসনের জন্য ১৫০ বিলিয়ন ডলার এবং প্রতিরক্ষার জন্য আরও ১৫০ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। তবে ডেমোক্র্যাটরা এই আইনের মাধ্যমে নিম্ন-আয়ের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা হ্রাসের সমালোচনা করছে, যা মিলিয়ন মানুষকে স্বাস্থ্যসেবার বাইরে রেখে দেবে।
ট্রাম্প বলেন, ‘এটা এক ধরনের স্বাধীনতার ঘোষণা—জাতীয় পতনের অবসান। আমরা ছিলাম পুরো দুনিয়ার হাস্যকর বিষয়।’

২. ডেমোক্র্যাটদের প্রতি ঘৃণা প্রকাশ
ট্রাম্প বলেন, ‘তারা কেবল ট্রাম্পকে ঘৃণা করে বলেই ভোট দেয়নি। কিন্তু আমিও তাদের ঘৃণা করি।’ এরপর তিনি বলেন, ‘তারা আমাদের দেশকে ঘৃণা করে এই সত্যটা আপনাদের জানা দরকার।’

৩. ইরানকে নিয়ে বিদ্রুপ
ট্রাম্প বলেন, ইরান তাকে আগেই ফোন করে জানিয়েছিল তারা ১৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়বে, এবং সবগুলোই গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়।
তিনি বলেন, “তারা বলেছে আমাদের ওপর হামলা করবে। আমি বলেছি করো তারপর ১৪টি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। প্রতিটিই ধ্বংস করে ফেলা হয়েছে।”

৪. কৃষকদের জন্য অবৈধ অভিবাসী শ্রমিক রাখার পথ উন্মুক্ত রাখার ইঙ্গিত
ট্রাম্প বলেন, ‘যদি কোনো কৃষক তাদের পক্ষে কথা বলেন, আমরা সেটাকেই গ্রহণ করব। কারণ আমরা চাই না কৃষকদের কর্মীরা সবাই চলে যাক।’

৫. আতশবাজির শব্দে ট্রাম্পের ফ্ল্যাশব্যাক
একটি আতশবাজির শব্দ শুনে ট্রাম্প বলেন, ‘এইটা শুধু আতশবাজি বলেই আশা করি। বিখ্যাত শেষ কথা।’  তিনি আরও বলেন, ‘পজিটিভ ভাবতে হয়, কিন্তু আমি এই শব্দটা পছন্দ করিনি।’

ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক-সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক। সম্পাদক বাংলা প্রেস

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী