Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ২৪৯তম স্বাধীনতা বার্ষিকী উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রে ২৪৯তম স্বাধীনতা বার্ষিকী উদ্‌যাপন

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নোমান সাবিত: আতশবাজি, কুচকাওয়াজ এবং সামরিক উড়ান পুরো যুক্তরাষ্ট্রজুড়ে এভাবেই উদ্‌যাপিত হচ্ছে ইংল্যান্ড থেকে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৪৯ বছর। ১৭৭৬ সালের ঐতিহাসিক ডিক্লারেশন অফ ইনডিপেনডেন্স-এর মাধ্যমে এই স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।
ওয়াশিংটন ডিসিতে ছুটির দিনের বিশেষ উদ্‌যাপনের অংশ হিসেবে হোয়াইট হাউজের উপর দিয়ে উড়ে যাবে সেই বি-২ বোমারু বিমান, যেটি ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বোমারু বিমানের প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় রাজধানীতে উদ্‌যাপন হবে শহরের কেন্দ্র দিয়ে একটি বিশাল প্যারেডের মাধ্যমে, যার পরিসমাপ্তি ঘটবে লিঙ্কন মেমোরিয়ালের সামনে ন্যাশনাল মলে ফায়ারওয়ার্কস প্রদর্শনী দিয়ে লেকের দুই পাশ থেকেই আতশবাজি ছোড়া হবে।
দেশজুড়েই চলছে আমেরিকার ২৪৯তম স্বাধীনতা বার্ষিকীর উদ্‌যাপন। দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে রাষ্ট্রপতিদের চরিত্রে অভিনয় করা পুনঃনির্মাণকারীরা জড়ো হয়েছেন। তাঁরা জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, আব্রাহাম লিঙ্কন ও টেডি রুজভেল্টকে সম্মান জানিয়ে স্বাক্ষর দেবেন, দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন এবং সারা দিনব্যাপী দর্শনার্থীদের সঙ্গে মিশে থাকবেন।
নিউ ইয়র্ক সিটিতে ম্যাসির ৪৯তম বাৎসরিক ফায়ারওয়ার্কস শো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৮০,০০০ আতশবাজি ছোড়া হবে ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে।
ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে প্রতি বছর ৫ লক্ষেরও বেশি মানুষ জড়ো হয় পশ্চিমের সবচেয়ে বড় স্বাধীনতা দিবস উদ্‌যাপনে। এখানে প্রশান্ত মহাসাগরীয় উপকূল সড়কের ২.৫ মাইলজুড়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এই উৎসবের চূড়ান্ত মুহূর্ত হচ্ছে মহাসাগরের উপর ফায়ারওয়ার্কস প্রদর্শন।
ওয়াইয়োমিংয়ের জ্যাকসন হোল শহরের উদ্‌যাপন শুরু হয় টাউন স্কোয়ারে প্যানকেক ব্রেকফাস্ট দিয়ে। এরপর এক বর্ণাঢ্য প্যারেড যেখানে থাকবে সঙ্গীত, ঘোড়া, রোলার স্কেটার এবং ক্লাসিক গাড়ির প্রদর্শনী। দিনটি শেষ হবে টিটন পর্বতের পটভূমিতে সঙ্গীত ও আতশবাজির সঙ্গে।
ন্যাশভিল শহরের কেন্দ্রস্থলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা আমেরিকার স্বাধীনতা উদ্‌যাপন করেন। এখানকার ফায়ারওয়ার্কস প্রদর্শনী সরাসরি সংগীত পরিবেশনার সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়, যেখানে বাজে ন্যাশভিল সিম্ফনির সঙ্গীত।
ফিলাডেলফিয়ায় প্যারেড শুরু হয় ইনডিপেনডেন্স হল থেকে যেখানে দ্বিতীয় কনটিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিল। ২৪৯ বছর পরও সেই ঐতিহাসিক দিনটি স্মরণে শহরজুড়ে হয় বর্ণাঢ্য প্যারেড।
এই প্যারেডে অংশ নেয় মার্চিং ব্যান্ড, নৃত্যদল, এবং ২০২৬ সালের জন্য নির্ধারিত প্রথম প্যারেড ফ্লোটের প্রদর্শনী — যেটি আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর আগাম প্রস্তুতির অংশ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী