Home আন্তর্জাতিক আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক: ট্রাম্প

আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক: ট্রাম্প

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

ট্রাম্প কি এখনও চান যে, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘আগামী সপ্তাহের মধ্যে’ গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে গাজা ও ইরান দুই বিষয় নিয়েই আলোচনা হবে।

সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খাবারের আশায় ত্রাণকেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলিবর্ষণ করেছে নেতানিয়াহুর সৈন্যরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী