Home কলাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এখন ট্রাম্পের একক রিয়েলিটি শো

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এখন ট্রাম্পের একক রিয়েলিটি শো

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

ছাবেদ সাথী
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতি পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। কিন্তু কৌশলী নেতার চেহারায় নিজেকে তুলে ধরলেও, বাস্তবে তিনি আমেরিকার কূটনীতি রূপান্তরিত করেছেন এক আত্মকেন্দ্রিক, খাপছাড়া নাটকে।
সম্প্রতি তার ঘোষিত ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি তারই দৃষ্টান্ত। এত বড় একটি ভূরাজনৈতিক সিদ্ধান্তের খবর যখন তার শীর্ষ উপদেষ্টারাও আগে জানতেন না, তখন বোঝা যায় ট্রাম্প কীভাবে একা সিদ্ধান্ত নিচ্ছেন।
বৈদেশিক সাহায্য বন্ধ করে দেওয়া থেকে শুরু করে গাজা দখলের প্রস্তাব সব কিছুই এসেছে কোনও সমন্বয় ছাড়াই। ঐতিহ্যগত মার্কিন কূটনীতিতে যেখানে পর্যালোচনা, পারস্পরিক সমঝোতা ও মিত্রতার ওপর জোর দেওয়া হয়, ট্রাম্পের কৌশল সেখানে একক নাটকীয়তা ও অনিশ্চয়তা—যার মূল লক্ষ্য নিজের ভাবমূর্তি রক্ষা।
বিদেশনীতি তার কাছে যেন এক মঞ্চনাটক শিরোনামে আসাই মুখ্য, ফলাফল নয়। বিশেষজ্ঞদের উপেক্ষা ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া এড়িয়ে গিয়ে তিনি বারবার যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে বিপন্ন করেছেন।
তার প্রশাসনের ভেতরে বিভ্রান্তি, বাইরে মিত্রদের মধ্যে সন্দেহ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের ঘোষণা কি সরকারী নীতির প্রতিফলন, নাকি তাৎক্ষণিক ইচ্ছার বহিঃপ্রকাশ তা বোঝা দায়।
মধ্যপ্রাচ্যে তার সর্বশেষ অভিযান তারই উদাহরণ। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলা, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় পরিদর্শনাধীন, সেই হামলার পর নিজেই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। অথচ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যস্থতাকারী ভূমিকাকে একেবারেই উপেক্ষা করেন।
এই যুদ্ধ যাকে ট্রাম্প নাম দিয়েছেন ‘১২ দিনের যুদ্ধ’ শেষ হয়েছে কাতারের চেষ্টাতেই। কিন্তু নিজের কৃতিত্ব দাবি করা ট্রাম্পের পুরনো অভ্যাস।
একইভাবে, মে মাসে ভারত–পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়েও তিনি দাবি করেন, যুদ্ধবিরতি তার মধ্যস্থতায় হয়েছে। যদিও ভারত জানায়, তা হয়েছে পাকিস্তানের অনুরোধে সরাসরি সামরিক হটলাইনের মাধ্যমে। তবুও ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছেন নোবেল পুরস্কার পাওয়ার আশায়।
তার বিশ্বাস, ইরানে বোমা ফেলেও শান্তির জন্য নোবেল পাওয়া সম্ভব যেমনটা ইতিহাসে হয়েছে থিওডোর রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার বা ওবামার ক্ষেত্রে।
কিন্তু ট্রাম্পের এই ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি এক গভীর ঝুঁকি ডেকে আনছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত, জনমোহিনী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা পরামর্শ ছাড়াই নেওয়া পদক্ষেপ আমেরিকার পররাষ্ট্রনীতির ভিত্তিকে দুর্বল করছে।
বৈদেশিক সরকারগুলো জানে না, ট্রাম্পের কথাগুলো আসলেই সরকারী নীতির অংশ কিনা, নাকি তার মেজাজের প্রতিফলন। গোয়েন্দা বিশ্লেষণ অগ্রাহ্য করে, নিজের টিমকে বিব্রত করে, যেমনটা করেছেন ইরানে ‘রেজিম চেঞ্জ’ নিয়ে, ট্রাম্প বিশৃঙ্খলা সৃষ্টি করছেন প্রশাসনে ও অনিশ্চয়তা সৃষ্টি করছেন বিশ্বজুড়ে।
এই বিশৃঙ্খলা আরও বেড়ে যায় তার সামাজিক মাধ্যমে অতিসক্রিয়তার কারণে। একের পর এক পোস্টে তিনি এমন সব কথা বলেন, যা প্রশাসনের কেউ জানে না। ফলে কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়েন ব্যাখ্যা দিতে, আর বিদেশি সরকারগুলো দিশেহারা হয়ে পড়ে।
সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল ব্যক্তিগত স্বার্থ এবং রাষ্ট্রীয় নীতির মধ্যে ফারাক ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। কূটনীতি যেন হয়ে উঠেছে ট্রাম্প পরিবারের ধনসম্পদ বৃদ্ধির মাধ্যম। ক্রিপ্টোকারেন্সি ও বাণিজ্য চুক্তির মাধ্যমে তার সম্পদ যে বাড়ছে, তার প্রমাণ দিনকে দিন স্পষ্ট।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে আচরণ তারই দৃষ্টান্ত। হামলার পর পাকিস্তান ট্রাম্প-পরিবার-নিয়ন্ত্রিত ক্রিপ্টো কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি করে। এরপর ট্রাম্প পাকিস্তানকে রক্ষা করেন ভারতের প্রতিশোধমূলক ব্যবস্থা থেকে। এখন তিনি বলেন, “আমি পাকিস্তানকে ভালোবাসি।”
পরিশেষে, ট্রাম্প আমেরিকান কূটনীতিকে নামিয়ে এনেছেন এক রিয়েলিটি শো-তে। এটি আর কোনও পরাশক্তির পররাষ্ট্রনীতি নয় এ যেন একক নাট্যশিল্পীর মনোরঞ্জন।
এই নাটক ট্রাম্পের রাজনৈতিক লাভে সহায়ক হতে পারে, কিন্তু এতে ধ্বংস হচ্ছে আমেরিকার কৌশলগত বিশ্বাসযোগ্যতা—এবং হুমকির মুখে পড়ছে বৈশ্বিক শৃঙ্খলা।

ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সাংবাদিক এবং মার্কিন রাজনৈতিক বিশ্লেষক

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী