Home খেলা আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন ধরেই অনিশ্চয়তা দেখা দিলেও এবার সিরিজ নিয়ে সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সফরটি ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, দুই বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে সফরের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে।

সূচির সময় পিছিয়ে গেলেও ম্যাচসংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। আগের পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।

গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন,‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ চলছে, ইতিবাচক আলোচনা হচ্ছে। পরের সুবিধাজনক উইন্ডোতে সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। তারা বেশ সহযোগিতাপূর্ণ ও পেশাদার আচরণ করছে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।’

উল্লেখ্য, প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিপি > এস পি

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী