Home বিনোদন ব্রাজিল দল সমর্থনে রাশিয়া যাচ্ছেন জয়া !

ব্রাজিল দল সমর্থনে রাশিয়া যাচ্ছেন জয়া !

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা: বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও চলছে বিশ্বকাপ নিয়ে তুমুল আলোচনা। শোবিজ তারকারা মেতেছেন প্রিয় দলের সমর্থনে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্রাজিল দলকে সমর্থন করেন।

প্রিয় দলের খেলা দেখতে রাশিয়ায় যাবার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কোন দল সাপোর্ট করেন জয়া? এমন প্রশ্ন করা হয়েছিলে কলকাতার একটি ম্যাগাজিনের পক্ষ থেকে। এতে অভিনেত্রী জয়া আহসান বলেন, ব্রাজিল ছাড়া আর কিছু হতেই পারে না।’

চলতি মাসের মাঝামাঝি সময়ে ঈদের পর রাশিয়ায় যাবেন জয়া। এরই মধ্যে ব্রাজিলের খেলার টিকেট সংগ্রহের জন্য চেষ্টা করছেন বলে জানান। জয়া এখন সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া আগামী সেপ্টেম্বরে তার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘দেবী’মুক্তি পাবে। ছবিটির প্রচারণা নিয়েও ব্যস্ত রয়েছেন এই তারকা। হুমায়ূন আহমেদ উপন্যাস অবলম্বনে ‘দেবী’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ছবিটিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নিজের প্রযোজিত প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন, ‘ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আশা করি, সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।’

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী