বাংলাপ্রেস ঢাকা : বিশ্বখ্যাত ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে কলম্বিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি ডাক্তারি পরীক্ষা করাতে গিয়েছিলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন ম্যারাডোনার হাঁটুতে সমস্যা আছে এবং সেখানে আবারও তার অস্ত্রোপচার করা হতে পারে। রাশিয়া বিশ্বকাপে না খেললেও ম্যারাডোনা টিভি চ্যানেলের বিশ্লেষণী অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। তবে তার আগেই তার সুস্থ হওয়াটা জরুরি। ম্যারাডোনার চিকিৎসা করছেন জর্মন ওচোয়া নামে এক ডাক্তার। ১৭ বছর আগে এই চিকিৎসকই তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। চিকিৎসকরা বলছেন, ‘ম্যারাডোনার এক্স-রে থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাই হয়েছে। সব রিপোর্ট হাতে এলে আমরা ঠিক করব অস্ত্রোপচারের দরকার পড়বে কিনা। এমনিতে উনি ভালোই আছেন।’
তবে কলম্বিয়ার স্থানীয় প্রচারমাধ্যমের দাবি, অন্তত সাত থেকে আট দিন ম্যারাডোনাকে হাসপাতালে থাকতে হবে। রাশিয়া বিশ্বকাপে ম্যারাডোনাকে একটি ইতালীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেবেন। তার আগে তিনি নিজেকে পুরোপুরি সুস্থ করতে কলম্বিয়া গিয়েছিলেন। গত চার মাস ম্যারাডোনা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন বলে জানা গেছে।