বাংলাপ্রেস অনলাইন: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তিনদিন আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, ‘খালেদা জিয়ার নিকটাত্মীয়রা কারাগারে তাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পর খালেদা জিয়ার স্বজনেরা আমাদের যা জানিয়েছেন তা হৃদয় বিদারক। তিনদিন আগে কারাগারে দাঁড়িয়ে ছিলেন খালেদা জিয়া। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া তিন সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এখনও তিনি জ্বরে ভুগছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়া সুস্থ আছেন। কিন্তু আমি রিজভী চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারাগারে খালেদা জিয়া সুস্থ নেই। তিনি বলেন, গত ২২ মে বিএনপির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনও পদক্ষেপ নেননি। এতে বোঝা যায় এই সরকার স্বৈরাচার, গণবিরোধী সরকার। তারা সাধারণ মানুষের কল্যাণ চায় না। বিরোধী দলীয় নেত্রী মারা গেলেও তাদের কিছু যায় আসে না।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১০ জুন রোববার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি।