বাংলাপ্রেস ঢাকা: পরনে প্যান্ট ছিল না উঠতি অভিনেত্রীর। তাই তাঁকে ঢুকতে দেওয়া হল না অভিজাত রেস্তরাঁয়। নাহ, ভারতের কোনও রেস্তরাঁয় এমন ঘটনা ঘটেনি। তা ঘটেছে সুদূর সার্বিয়ায়। আর উঠতি এই অভিনেত্রী আর কেউ নন বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতমের বোন সুরিলি।
ঘটনার পর সুরিলির একটি ভিডিও-ও তুলেছিলেন ইয়ামি। যার মাধ্যমেই এই খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ইয়ামির পথই অনুসরণ করতে চলেছেন তাঁর বোন সুরিলি। শোনা গিয়েছে, কিছুদিনের মধ্যে বলিউডে পা রাখতে চলেছেন তিনিও। রাজকুমার সন্তোষীর সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। তবে তার আগে দিদির সঙ্গে কিছু সময় কাটাতে সার্বিয়া গিয়েছিলেন উঠতি অভিনেত্রী।’উরি’ সিনেমার শুটিংয়ের জন্য বেশ কিছুদিন ধরে সেখানেই রয়েছেন ইয়ামি। সুরিলি আসা মাত্রই দুই বোন রেস্তরাঁয় খাওয়ার প্ল্যান করেন। কিন্তু সুরিলি কেবল টপ পরেই দিদির সঙ্গে খেতে চলে যান।
প্যান্ট না পরায় তাঁকে রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। এরপর একটি পানশালায় গিয়ে দু’জনে বসেন। সেখানে মজা করে এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন ইয়ামি। ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। তবে তাতে বেশ খোশমেজাজেই রয়েছেন দুই নায়িকা। বিষয়টি হালকাভাবেই নিয়েছেন দু’জনে। আর সে কারণেই ভিডিওটি মজা করেই আপলোড করা হয়েছে।