378
বাংলাপ্রেস অনলাইন: কানাডার গভর্নর জেনারেল জুলি পায়াতের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
কানাডার কুইবেকে স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, হাইতির প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারপারসন জোভেনাশ মইস, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই নৈশভোজে যোগ দেন। এসময় এই নৈশভোজে আসা অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ খবর নিশ্চিত করেছেন।