Home রাজনীতি বেগম খালেদা জিয়ার যে কোন সময় বড় ধরণের স্ট্রোকের আশঙ্কা !

বেগম খালেদা জিয়ার যে কোন সময় বড় ধরণের স্ট্রোকের আশঙ্কা !

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: গত ৫ জুন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন বলে ধারণা করেছেন চিকিৎসকরা। একইসঙ্গে যেকোন সময় বড় ধরনের স্ট্রোকের আশঙ্কা করছেন তারা।

শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে এমন আশঙ্কার কথা জানান। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ব্যক্তিগত ৪ চিকিৎসক কারাগারে প্রবেশ করেন বিকের সোয়া ৪টার দিকে। ঘণ্টাখানেক সেখানে তারা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এরপর বের হয়ে সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হওয়ার আশঙ্কার কথা জানান। তারা বলেন- ‘খালেদা জিয়ার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। অন্যথায় তার মারাত্মক কোন ক্ষতি হয়ে যেতে পারে। পরিত্যক্ত কারাগারে তিনি মানসিকভাবেও গুরতর অসুস্থ হয়ে পড়ছেন’।

চার চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। ওই দিন থেকে খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এরপর থেকে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভূগছেন।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী