Home রাজনীতি খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারকে শর্ত দিয়ে কোন লাভ হবে না : ওবায়দুল কাদের

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারকে শর্ত দিয়ে কোন লাভ হবে না : ওবায়দুল কাদের

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘বিএনপি নেতারা নির্বাচনের জন্য বেগম জিয়ার মুক্তির শর্ত দিচ্ছেন। কার কাছে শর্ত দিচ্ছেন? সরকারের কাছে শর্ত দিয়ে লাভ নেই। সরকার খালেদা জিয়াকে জেলে নেয়নি, সরকার তাকে দণ্ডও দেয়নি, সরকার মুক্তি দিতে পারে না। আদালতের সিদ্ধান্তই হচ্ছে তার মুক্তির বিষয়ে শেষ কথা।’

সোমবার সন্ধ্যায় ঢাকার লেডিস ক্লাবে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কিছু করার নেই। সরকারের কাছে বেগম জিয়ার মুক্তি দাবি করা মামা বাড়ির আবদার। এই আবদারটা না করলেই হয়, এটা অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক। অবাস্তব আমাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বক্তব্যের জবাবে কাদের বলেন, এই দাবিটা বিএনপি করুক। যদি জেল কোর্ড অনুযায়ী তার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হয় তাহলে পাঠাবো। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পলাতক দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে দেখা করা কী গণতন্ত্র? পলাতক আসামি কী কোনো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারেন?

বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, মওদুদ সাহেব ঢাকার পল্টনের অফিসে বসে মিথ্যাচার করেন। ২২ বছরে দুটি কাজও করেননি, যেটা মনে করে আপনাকে এলাকার লোক ভোট দিতে পারে। এলাকার লোকজন আপনার প্রতি ক্ষুব্ধ। আপনি দলের লোকদের বিভক্ত করে রেখেছেন। আপনার সারাজীবন মিথ্যাচারের রাজনীতিতেপূর্ণ।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী