Home Uncategorized গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহসান হাবীব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী দুই কন্যা পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মায়ের আশির্বাদ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

আহত হন আরও ২৫ জন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী