Home খেলা উদ্বোধনী ম্যাচে হারের জের : শাস্তির মুখোমুখি হচ্ছে সৌদি ফুটবলাররা

উদ্বোধনী ম্যাচে হারের জের : শাস্তির মুখোমুখি হচ্ছে সৌদি ফুটবলাররা

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: চলমান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। সে ম্যাচে এক রকম বিধ্বস্ত হয়েছিল সৌদি আরব, ৫-০ গোলে হেরেছিল তারা। সে হারের জন্য কড়া মাশুল গুনতে হচ্ছে দেশটির ফুটবলারদের। খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। সেদিন মাঠে বসেই খেলা দেখেছিলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। বিষয়টা তাঁর জন্য ছিল বড় লজ্জার। তাই হয়তো খেলোয়াড়দের এমন শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। তা ছাড়া সে সময় তাঁর পাশে বসে খেলা দেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সৌদি আরবের দৈনিক আল ইয়ুম আস্সাবা দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান আদেল ইজ্জতের বরাদ দিয়ে জানিয়েছে, দেশটির জাতীয় দলের ফুটবলারদের জরিমানা করা হবে। এ ব্যাপারে আদেল ইজ্জত বলেন, ‘সত্যি কথা বলতে কি, রাশিয়ার কাছে এমন হারটা আমরা আশা করিনি। এ হারে সত্যিই আমরা হতাশ হয়েছি। এ জন্য কয়েকজন ফুটবলারকে জরিমানা করা হবে।’

সৌদি আরবের গোলরক্ষক আবদুল্লাহ আল মায়ুফ, স্ট্রাইকার মোহাম্মদ আল সালওয়াই এবং ডিফেন্ডার ওমর হাওয়াসিকে জরিমানা করা হবে। আগমী ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরব। উরুগুয়ে প্রথম ম্যাচে মিসরকে হারিয়েছে।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী