Home বিনোদন অনুষ্কা রেগে আগুন

অনুষ্কা রেগে আগুন

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : রাস্তা নোংরা করার জন্য অনুষ্কার বকুনি খেলেন এক পথচারী। আর সেই গোটা দৃশ্যের ভিডিও আপলোড করলেন বিরাট কোহলি।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট-অনুষ্কার পাশের গাড়ির এক ব্যক্তি রাস্তায় নোংরা প্লাস্টিক ফেলতে ফেলতে যাচ্ছিলেন। দেখার সঙ্গে সঙ্গে অনুষ্কা রণং দেহি মূর্তি ধরেন।

গাড়ির কাচ নামিয়ে অনুষ্কা বলেন, ‘‘আপনি রাস্তায় কেন নোংরা ছুড়ে ফেলছেন?’’ ওই ব্যক্তি উত্তর দেওয়ার আগেই অনুষ্কা হুঁশিয়ারী, ‘‘সাবধান হোন। আপনি এভাবে রাস্তায় প্লাস্টিক ছুড়ে ফেলতে পারেন না।’’

ওই ব্যক্তি একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিল তাঁর সঙ্গীরা। এই পুরো ঘটনার ভিডিওই বিরাট শেয়ার করে লেখেন, ‘‘এদেরকে রাস্তায় নোংরা ছুড়ে ফেলতে দেখছিলাম। বিলাসবহুল গাড়িতে চাপে, আর এইটুকু বোধ নেই? এরা আমাদের দেশকে পরিষ্কার রাখতে পারবে? আপনিও রাস্তায় এমন কিছু দেখলে, এভাবেই প্রতিবাদ করবেন ও সচেতন করবেন।’’

ভিডিওটি ইনস্টাগ্রাম ও টুইটারে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। কর্ণ জোহরও এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘‘এটাই আজকের দিনের আদেশ। ওয়েল ডান অনুষ্কা।’’

তবে এই ভিডিও আপলোড করার পরে বিরাটকে নিয়ে অনেকে ট্রোল শুরু করেন। তার প্রত্যুত্তরে বিরাট একটি পোস্টে লেখেন, ‘‘বহু মানুষের এভাবে প্রতিবাদ করার সাহস পর্যন্ত থাকে না। আর এগুলোকে মজা ভাবেন। এদের কাছে এখন সবই মিম বানানোর বিষয়। লজ্জা।’’

তবে এই প্রথম নয়। এর আগেও সমাজ সচেতনতামূলক বহু কাজ করেছেন অনুষ্কা। কখনও রাস্তার পশুদের জন্য আবার কখনও স্বচ্ছ ভারত অভিযান।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী