Home আন্তর্জাতিক সৌদিতে অগ্নিকান্ড দুই বাংলাদেশির মৃত্যু

সৌদিতে অগ্নিকান্ড দুই বাংলাদেশির মৃত্যু

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে দেশটির রাজধানী রিয়াদের চোলাই এলাকায় ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)। নিহত ইয়াছিনের মামাশ্বশুর সাইদুল হক আদর ও কামরুলের ভাই সালেক মিয়া আজ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম কারখানায় কাজ করতেন কামরুল ইসলাম ও ইয়াছিন। কারখানার ওপরেই ছিল তাদের থাকার ব্যবস্থা। শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে সেখানে দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। এ ছাড়া আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার শেষে ছৌমুছি হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর ইয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ ব্যাপারে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম বলেন, দুই বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী