Home সাহিত্য বৃষ্টির কবলে বইমেলা, ভেজা বই শুকাচ্ছেন বিক্রেতারা

বৃষ্টির কবলে বইমেলা, ভেজা বই শুকাচ্ছেন বিক্রেতারা

by Dhaka Office
A+A-
Reset

ছবি:সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: ফাল্গুন মাসের শুরুতেই আজ রোববার সকালে শিলাসহ ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বইমেলার কিছু অংশ। কোনো স্টলের কাঠামো ভেঙে পড়েছে, শিশু চত্বরের ভেতরে জমেছে পানি, ভিজে নষ্ট হয়েছে কয়েকশ বই। এমনটাই জানালেন প্রকাশকরা।প্রগতি প্রকাশনীর প্রকাশক আসরার মাসুদ জানান, শিশু চত্বরে পানি জমলেও তাঁদের স্টলের বেশি ক্ষতি হয়নি। তিনি বলেন, ‘বৃষ্টিতে স্টলের হালকা ক্ষতি হয়েছে। আমাদের বই তেমন ভিজেনি। আমরা আগে থেকেই সতর্ক ছিলাম।’

অন্যদিকে, প্রকৃতি পরিচয় প্রকাশনার স্বত্বাধিকারী ফিরোজ আহমেদ জানান, বৃষ্টিতে তাঁর স্টলের বইয়ের তেমন ক্ষতি হয়নি, তবে অন্যদের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমার স্টল ঠিকঠাক আছে। তবে খবর পাচ্ছি অন্য অনেক স্টলের ক্ষতি হয়েছে। বৃষ্টির পূর্বাভাসের কথা বাংলা একাডেমি সবাইকে জানিয়েছিল আগেই, আসলে এত অল্প সময়ে স্টলের গঠন পরিবর্তন করা সম্ভব হয় না। এ কারণে অনেক স্টলের বই নষ্ট হয়েছে। ইউপিএলের আশি ভাগ বই নষ্ট হয়েছে। এটা দুঃখজনক।’

ফিরোজ আহমেদ আরো বলেন, ‘বইমেলায় ফাল্গুনে এর আগেও বৃষ্টি হয়েছে। একবার তো আগুনও ধরেছিল মেলায়। এসব বিষয়ে বাংলা একাডেমিসহ আমাদের সবাইকে সতর্ক হতে হবে। তাহলে আমরা বই সুরক্ষা করতে পারব।’বৃষ্টির কারণে অনেক বই ভিজে যাওয়ায় মেলা প্রাঙ্গণে অনেককেই বই শুকাতে দেখা গেছে। আজ রোববার মেলার ১৭তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টার সময়, চলবে রাত ৯টা পর্যন্ত।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী