Home খেলা নবাগত পানামাকে ৩-০ তে হারিয়ে মিশন শুরু করল বেলজিয়াম

নবাগত পানামাকে ৩-০ তে হারিয়ে মিশন শুরু করল বেলজিয়াম

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: এবারের বিশ্বকাপে বেলজিয়ামকে অন্যতম ফেভারিট দল বললে, খুব একটা ভুল বলা হবে না। খুবই ভারসাম্যপূর্ণ দল নিয়ে রাশিয়ায় গেছে তারা। সেটা তারা বুঝিয়ে দিয়েছে নিজেদের প্রথম ম্যাচেই, নবাগত পানামার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে। আজ সোমবার সোচিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জিতেছে হ্যাজার্ড-লুকাকুর দল। অথচ ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতা। এডেন হ্যাজার্ড-লুকাকুদের গড়া আক্রমণভাগ কোনোমতেই পারছিল না পানামার রক্ষণভাগকে ভাঙতে। অবশ্য বেশ কিছু আক্রমণ গড়েছিল তারা, কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রথম ৪৫ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাফল্য পেয়ে যায় বেলাজিয়াম। দ্বিতীয় মিনিটেই লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড দ্রিস মার্টেনস।

এর পরই উজ্জীবিত হয়ে ওঠে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা দলটি। সে ধারাবাহিকতায় বেশ কিছু আক্রমণ গড়ে তারা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পেতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লুকাকু। কেভিন ডি ব্রুয়ইয়ানের ক্রসে লুকাকুর চমৎকার হেডে বল জড়াতে মোটেও ভুল করেননি। ছয় মিনিট পর দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন লুকাকু। হ্যাজার্ডের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো শটে জালে জড়ান এই বেলজিয়ান।

এই জয়ে তিন পয়েন্ট ঝুলিতে পুরে বেলজিয়াম তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। ‘জি’ গ্রুপে পরের দুটি ম্যাচে তারা মুখোমুখি হবে তিউনিশিয়া ও ইংল্যান্ডের। আর আসরে নবাগত পানামা হার দিয়ে শুরু করেছে তাদের অভিযান। বিশ্বকাপের মতো আসরে সাফল্য পাওয়া যে বেশ কঠিন সেটা তারা বুঝে গেছে প্রথম ম্যাচেই। ইংল্যান্ড ও তিউনিশিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে তারা কেমন সেটাই এখন দেখার।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী