বাংলাপ্রেস ঢাকা: ভাল নেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। গত এপ্রিল থেকেই লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন শ্রীমতি নওয়াজ। গত বৃহস্পতিবার আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়। তারপর থেকে একইরকম রয়েছেন কুলসুম নওয়াজ। ওই দিনিই স্ত্রীকে দেখতে মেয়ে মরিয়ম নওয়াজকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ থেকে লন্ডনে আসেন নওয়াজ শরিফ। তখন থেকে লন্ডনেই রয়েছেন তাঁরা। এদিকে স্ত্রীর চিকিৎসায় কোনওরকম খুঁত রাখতে রাজি নন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাই পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে তাঁর দেখভাল।
মঙ্গলবার সকালেই কুলসুম নওয়াজের শারীরিক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। সেখানে বলা হয়েছে, কুলসুম নওয়াজের শারীরিক অবস্থার অবনতি না হলেও গত বৃহস্পতিবার থেকে কোনওরকম উন্নতিও হয়নি। ওই দিনই হৃদরোগে আক্রান্ত হন কুলসুম নওয়াজ। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তারপর থেকে একই রকম চলছে সব। চিকিৎসকের পরামর্শ মতো মেয়েকে নিয়ে লন্ডনেই রয়েছেন নওয়াজ শরিফ। কুলসুম নওয়াজের লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়া হবে কিনা তা নিয়ে এখনও কোনওরকম সিদ্ধান্তে পৌঁছতে পারেননি নওয়াজ পরিবারের চিকিৎসক।
স্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন নওয়াজ শরিফ। তিনি জানান, কুলসুমের শারীরিক অবস্থার কোনওরকম উন্নতি হয়নি। গত আগস্টেই বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। গলার ক্যানসার ধরা পড়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত এপ্রিল মাসে তাঁর অবস্থার অবনতি হলে ইসলামাবাদ থেকে চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তর করা হয়।
বাংলাপ্রেস/ আরএল