Home Uncategorized সৈয়দপুরে রেলের অবৈধ দখল উচ্ছেদ !

সৈয়দপুরে রেলের অবৈধ দখল উচ্ছেদ !

by Dhaka Office
A+A-
Reset

এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি : গত ১৯ শে জুন মঙ্গলবার রেলের অবৈধ দখল উচেছদ অভিযান চালায় আইডাব্লু। ঈদের আগের দিন সাহেব পাড়াস্থ বাংলো নং- এল -২৪ এর ফাঁকাজমি টিন দিয়ে ঘিরে দখলে নেয় ঐ এলাকার চিহ্নিত দখলবাজ এরশাদ ও রবি।ওই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের আই ডাব্লু অফিসারতৌহিদুল ইসলাম। সূত্রে জানা যায়, রেলের জমি ও সম্পদ চুরি এবং অবৈধ দখলের বিরুদ্ধে ১৯৭২ সালের একটি আইন রয়েছে। রেলের মালামাল চুরি ও জমি দখলের সাথেজড়িতদের ৭ বছর এবং সহযোগীতাকারীদের ৫ বছর জেলের বিধান রয়েছে।আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে ওই সব অপরাধীরা দিন দিন তৎপরহয়ে উঠেছে। এসব রক্ষায় সীমিত লোকবলের কারণে হিমশিম খেতে হচ্ছে রেলকর্তৃপক্ষকে।গত ১৬ জুন ঈদের আগের দিন অফিস বন্ধ থাকার সুযোগে সাহেবপাড়াস্থ্য রেল বাংলো নং এল -২৪ এর সামনের ফাকা প্রায় ৫ শতক জমি টিনদিয়ে ঘীরে দখলে নেয় ওই এলাকার চিহ্নিত দখলবাজ ভূমিদূস্য এরশাদ ও রবি।তারা ওই এলাকার একাধিক জায়গা এভাবে জবর দখল করে তা বিক্রি করে লক্ষ লক্ষটাকা হাতিয়ে নিয়েছে। দখলের খবর পেয়ে অফিস খোলার সাথে সাথে আইডাব্লু অফিসার তৌহিদুল ইসলাম ও সঙ্গীয় লোকজন নিয়ে ওই উচ্ছেদঅভিযান চালায়।

অভিযান চলাকালে দখলবাজরা উচ্ছেদ ঠেকাতে নানা রকমতৎপরতা চালায়। আই ডাব্লু অফিসার তৌহিদুল জানান, বাংলো নং এল-২৪ এর সামনে জায়গা টিন দিয়ে ঘীরে দখল করার খবর শুনা মাত্র এ অভিযানচালাই। সীমিত লোকবল নিয়ে এ অভিযান পরিচালনায় বেশ বেগ পেতেহয়েছে। তারপরও সম্পন্ন দখলমুক্ত করেছি। যারা দখল করেছে তাদের বিরুদ্ধেআইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাপ্রেস/আরএল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী