Home Uncategorized বরগুনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

বরগুনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: বরগুনার জেলা প্রশাসকের (ডিসি) অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সার্ভার স্টেশন। বুধবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ইন্টারনেট সংযোগ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান ও পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম।
বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আবুল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

বাংলাপ্রেস/ আরএল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী