Home Uncategorized খুলনায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৫

খুলনায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৫

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কার্ষালয়ের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন জানান, যাত্রীবাহী বাসটি খুলনার কয়রা উপজেলা থেকে সদরে যাচ্ছিল। আর ট্রাকটি চুকনগর যাচ্ছিল। পথে উভয়ের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। এদের অধিকাংশ মাটিকাটার শ্রমিক হিসেবে কাজে যাচ্ছিল।

খুলনা ও ডুমুরিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওসি হাবিল হোসেন। তিনি আরো জানান, আহতদের খুলনা মেডিতেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী