অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা লিওনেল মেসির একজন ভক্ত। ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আজ লিওনেল মেসি হ্যাটট্রিক করবেন বলে আশাবাদী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ফেসবুকে ইতোমধ্যে মেসিকে নিয়ে মাশরাফির মন্তব্য করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই মাশরাফিকে বলতে শোনা গেছে, ‘ বৃহস্পতিবারের ম্যাচে মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে। মিনিমাম ২টা তো শিওর। হ্যাটট্রিকও করবে। অ্যাসিস্ট-মেসিস্ট বুঝি না, দুইটা গোল তো করবেই, তিনটাও হতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ। যাও।’
এর আগেও মাশরাফির মন্তব্য সঠিক প্রমাণিত হয়েছিলো। প্রথম ম্যাচেই মেসি পেনাল্টি শট নেওয়ার আগেই মাশরাফি মন্তব্য করেছিলেন, পারবে না মেসি। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, এ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ঝলক দেখাতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। উল্টো মিস করেছেন পেনাল্টি। ফলে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ম্যারাডোনার উত্তরসূরিদের।
বাংলাপ্রেস/এফএস