Home বিনোদন হট যোগায় ঝড় তুললেন রাখি

হট যোগায় ঝড় তুললেন রাখি

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক: না! এবারে কোনও কন্ট্রোভার্সি নয়৷ বরং নেটিজেনের জন্য বার্তা পাঠালেন একটি হট ভিডিওয়র মাধ্যমে৷ সকলকে সুস্থ থাকার বার্তা দিলেন রাখি সাওয়ান্ত৷ বিশ্ব যোগা দিবসে যখন সকল সেলেব্রিটিরা কিছু না কিছু পোস্ট করছেন, তখন রাখি বা বাদ যান কীকরে? লাল পোশাকে যোগা করছেন কন্ট্রোভার্সি ক্যুইন৷ আশেপাশে রয়েছেন আরও কয়েকজন৷ মন দিয়ে ট্রেনারের উপদেশ মেনে পারফেক্ট যোগা পোজে আসার চেষ্টা করছেন তিনি৷ যদিও ভিডিও দেখে যা মনে হচ্ছে যোগায় বেশ পারদর্শী রাখি৷ টানটান যোগাসনে মাতাচ্ছেন নেটদুনিয়া৷

তবে চমক অন্য জায়াগায়৷ তাঁর পোশাক৷ ভিডিওতে রাখি সাওয়ান্ত থাকবেন আর সবকিছু সাদামাটা থাকবে তা তো হয় না৷ একটি লাল মনোকিনি টাইপের একটি স্যুইমসুট পড়েছিলেন ভিডিওতে৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার কারণ তাঁর সেই পোশাক৷ তবে অধিকাংশ নেটিজেনরাই হাসাহাসি করছেন সেটা নিয়ে৷ যোগা করতে গিয়ে কোন মানুষ স্যুইমসুট পড়েন? এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে রাখির পোস্টে৷ ‘নিজেকর কার্ভস দেখানোর জন্য যোগা দিবসটাই বেছে নিল রাখি’, এই কথাতেই কটাক্ষ করা হচ্ছে রাখিকে৷

এই প্রথম মিস সাওয়ান্তকে কেউ এ বিষয় টার্গেট করেছেন তা নয়৷ এর আগেও এমন কিছু পোশাক পরেছেন বা এমন সেজেছেন যার জন্য মিডিয়ার ক্যামেরা বারবার তাঁর দিকেই ঘুরে গিয়েছে৷ যদিও রাখির এসবে কোনও সমস্যা নেই৷ তিনি বরং এসব বিতর্কে খুশিই হন৷ আজ পর্যন্ত সাদরে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিটি বিতর্কের৷ এমনকি তিনি নিজেই বহুবার স্বীকার করেছেন যে তাঁর এভাবে লাইমলাইটে থাকতে ভালো লাগে৷ আর খোলামেলা পোশাকের জন্য তাঁকে কেউ কটাক্ষে করলে তিনি বেশ আত্মবিশ্বাসী হয়ে বলেছেন যে তাঁকে ভগবান যখন এতো সুন্দর ফিগার দিয়েছেন তাহলে তিনি সেটা দেখাবেন না কেন?

যেখানে ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া নিজেদের প্লাস্টিক সার্জারি নিয়ে ক্রমাগত মিথ্যে বলে গিয়েছেন সেখানে নিজের প্লাস্টির সার্জারির ব্যাপারে প্রকাশ্যে আলোচনা করেছেন রাখি৷ এও বলেছেন যে তাঁর মনে হয়েছিল যে শরীরের কোন কোনও অংশ অপারেট করার প্রয়োজন তাই তিনি করিয়েছেন৷

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী