Home বিনোদন শান্তির ধর্ম ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

শান্তির ধর্ম ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক: সিনেমা অভিনেতা, নির্মাতা এবং প্রযোজক অনন্ত জলিল ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশের সঙ্গে সোমবার একটি বৈঠক করেছেন। তার সঙ্গে জলিল ইসলামের শান্তির বিষয়টি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের বিষয়ে কথা বলেছেন। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ফারাবি ফাউন্ডেশন এর সহযোগিতা চেয়েছেন জলিল। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফারাবি ফাউন্ডেশন।

বিবৃতিতে আলিরেজা তাবেশ বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে আপনি বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে চান। বিশ্ব চলচ্চিত্র এবং আমাদের আঞ্চলিক চলচ্চিত্র শিল্পেরও উচিত এই বিষয়ে কাজ করা। তিনি বলেন, আমরাও বাংলাদেশের সঙ্গে যৌথ সিনেমা প্রকল্পে কাজ করতে আগ্রহী। তবে প্রথমেই এমন একটি চিত্রনাট্য লিখতে হবে যেটা দুপক্ষকেই সন্তুষ্ট করবে। তাবেশ আরো বলেন, দুটো দেশেই চলচ্চিত্রের ভক্ত আছে প্রচুর। আর দুটি দেশের চলচ্চিত্রই বিশ্ব বাজার ও আঞ্চলিক বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম।

অনন্ত জলিল বলেন, তিনি বিশ্বের কাছে ইসলামের সত্যিকার চিত্র এবং শান্তির ইসলামের চেহারাটি তুলে ধরতেই একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান। আমি আমার ধারণা এবং চিন্তাগুলো ইরানের কাছে নিয়ে এসেছি, সেগুলোকে একটি চলচ্চিত্রে রুপদানের জন্য। ইয়েমেন ও সিরিয়ায় অসংখ্য মুসলিম যন্ত্রণায় ভুগছে। অথচ ইসলাম হলো একটি শান্তি ও বন্ধুত্বের ধর্ম।’

জলিল আরো বলেন, ‘পুরো চলচ্চিত্রটি তিনি ইরানেই নির্মাণ করতে চান। এবং ইরানের সৌন্দর্য্য পুরো বিশ্ব এবং নিজ দেশের মানুষের সামনে তুলে ধরতে চান।’

সূত্র: তেহরান টাইমস

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী