Home Uncategorized হারল আর্জেন্টিনা, গ্যালারীতে বসেই কাঁদলেন ম্যারাডোনা

হারল আর্জেন্টিনা, গ্যালারীতে বসেই কাঁদলেন ম্যারাডোনা

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানের ঐতিহাসিক জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে অগোছালো আর দুর্বল রক্ষণের খেসারত দিতে হয়েছে আর্জেন্টিনাকে। নিজ দলের এমন শোচনীয় পরাজয়ে গ্যালারীতে বসেই কাঁদতে দেখা গেল ডিয়াগো ম্যারাডোনাকে।

ম্যাচের ৫৩ মিনিটে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার রেবিচ। এরপর ম্যাচের ৮০ মিনিটে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। আর ম্যাচের অতিরিক্ত সময়ের মাত্র ১ মিনিট পার হতেই আর্জেন্টিনার ডিফেন্সকে হতচকিত করে গোল করেন ইভান রাকিতিচ।

এসময় টিভি রিপ্লেতে দেখা যায়, কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা গ্যালারিতে কাঁদছেন। তার উত্তরসূরীদের এমন লজ্জাজনক পরিণয় দেখে দুই হাত দিয়ে চোখ মুছছেন তিনি।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী