Home আন্তর্জাতিক ভেনিজুয়েলায় ক্লাবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

ভেনিজুয়েলায় ক্লাবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক: ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের জনাকীর্ণ একটি ক্লাবে সপ্তাহান্তে পদদলিত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ওই ক্লাবে পার্টি চলাকালে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি/বাসস।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে কারাকাস ক্লাবে পার্টি চলছিল। এক পর্যায়ে পার্টিতে মারামারি বেধে যায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলনের ঘটনা ঘটে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী নেসটর রেভেরল বলেন, ক্লাবটিতে স্কুল গ্রাজুয়েশন পার্টি হচ্ছিল। পার্টি চলাকালে কেউ একজন টিয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটায়। এতে ক্লাবটিতে থাকা পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করতে গেলে হতাহতের ঘটনা ঘটে। শনিবার রেভেরল জানিয়েছিলেন, এই ঘটনায় আট শিশু নিহত হয়েছে।

বুধবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করা হয়। এদের মধ্যে এক যুবক কাঁদানো গ্যাস ছোড়ার করা স্বীকার করেছে।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী