Home Uncategorized যে কারণে সুইডেনের কাছে ক্ষমা চাইল জার্মানি

যে কারণে সুইডেনের কাছে ক্ষমা চাইল জার্মানি

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক: সুইডেনের বিপক্ষে জয়ের পর তাদের ডাগআউটের সামনে গিয়ে জার্মান দলের উদযাপনের জন্য ক্ষমা চেয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সুইডেনকে ২-১ গোলে হারায় জার্মানি। মার্কো রয়েস সমতা ফেরানোর পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বুদ্ধিদ্বীপ্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত করেন টনি ক্রুস। ম্যাচের শেষ বাঁশি বাজতেই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে ইওয়াখিম লুভের দল। বর্তমান চ্যাম্পিয়নদের এমন উদযাপনে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কর্মকর্তারা।

সুইডেন কোচ ইয়ান আন্দেরসনের দাবি, জয় উদযাপন করতে তাদের ডাগআউটের সামনে ছুটে গিয়েছিল জার্মানির কোচিং স্টাফদের কয়েকজন। আর অন্যরা তাদেরকে উদ্দেশ্য করে ইশারা-ইঙ্গিত করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে লুভ জানান, তিনি ঘটনাটি লক্ষ্য করেননি। অবশ্য এই ঘটনার জন্য সুইডেনের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে ডিএফবি।

জার্মানি দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সুইডেনের বেঞ্চের সামনে জার্মানির স্টাফদের প্রতিক্রিয়া ও ব্যবহার ছিল আবেগের বাড়াবাড়ি। এটা তাদের উদযাপনের ধরন নয়।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী