Home Uncategorized সৈয়দপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

সৈয়দপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

by Dhaka Office
A+A-
Reset

পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন

এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেটঘোষণা করেছে। ২৪ জুন সন্ধ্যায় পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদহোসেন সরকার ২০১৮-২০১৯ অর্থ বছরের ওই বাজেট ঘোষণা করেন। ১১২ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ৪৪৭ টাকার ওই বাজেট অনুষ্ঠানটিসরাসরি স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার করা হয়।বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদসদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল গফুর সরকার, জাতীয় পার্টিরআলহাজ্ব জয়নাল আবেদীন, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতিআমিনুল হক, সময় টেলিভিশন প্রতিনিধি সাকির হোসেন বাদল, ব্যবসায়ী আজমল সরকার, পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক,প্যানেল মেয়র-২ শাহীন আকতার, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারাপারভীন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন হোসেন, ৪নং ওয়ার্ডকাউন্সিলর মোঃ জোবায়দুল ইসলাম মিন্টু, ৫নং ওয়ার্ড কাউন্সিলরশেখ মোহন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল মামুন সরকার, ৯নংওয়ার্ড কাউন্সিলর মোঃ আজগার আলী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজীমনোয়ার হোসেন হায়দার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরআলম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবিদ হোসেন, ১০, ১১ ও ১২নংওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মিনারা বেগম, ১৩, ১৪ ও ১৫নংওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর জোসনা বেগম, এসকেএস’রঊষা প্রকল্পের সমন্বয়ক নজরুল ইসলাম তরফদার ও ব্র্যাক আরবানডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কোঅর্ডিনেটর মাহাফুজুর রহমান প্রমুখ।

বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে কর বাবদ ৬ কোটি১৫ লাখ ২৯ হাজার ৯৯১ টাকা, স্থাবর সম্পত্তি হতে আয় ২ কোটি ৫০লাখ, সরকারি অনুদান বাবদ ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার, পৌরসম্পত্তি হতে ভাড়া বাবদ ৯৭ লাখ টাকা, ব্যাংক লভ্যাংশ ১০ লাখ, পানিশাখার আয় ১ কোটি ৩৯ লাখ ৯ হাজার ১৮৬ টাকা, উন্নয়ন সহায়তাতহবিল ১ কোটি ৫০ লাখ, বিশেষ অনুদান ১ কোটি টাকা,গর্ভারনেস অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) কর্তৃককাজের উন্নয়ন সহায়তা মজুরী ৮০ কোটি টাকা সহ মোট ১১২কোটি ৮০ লাখ ৯৬ হাজার ৪৪৭ টাকা।ব্যয় ধরা হয়েছে সম্মানী ভাতা ও ভ্রমণ ভাতা বাবদ ৪০ লাখ টাকা,অবসর কর্মচারীদের পাওনা ১ কোটি ২০ লাখ, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যয় ৪৫ লাখ ১০ হাজার, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী পরিস্কার ২ কোটি ৫০লাখ ৫০ হাজার টাকা, বৃক্ষ রোপণ বাবদ ৫ লাখ টাকা, খেলাধুলা ওসংস্কৃতি ব্যয় ১০ লাখ টাকা, পৌরবৃত্তি ও গুণীজন সংবর্ধনা ২০লাখ টাকা, মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষাখাতে অনুদান ১০ লাখটাকা, পানি শাখার খরচ ১ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৩২৪ টাকা,রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও মেরামত বাবদ ২ কোটি৫০ লাখ টাকা, সৈয়দপুর পৌর কমিউনিটি নির্মাণ বাবদ ৯কোটি টাকা, সৈয়দপুর পৌর সুপার মার্কেট নির্মাণ বাবদ ১০কোটি টাকা, আধুনিক কষাইখানা নির্মাণ ২ কোটি, বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ ৩ কোটি টাকা, অফিস ভবন নির্মাণ৩ কোটি টাকা, পৌর হাট-বাজার উন্নয়নের জন্য ৩ কোটি সহ ব্যয়ধরা হয়েছে ১১২ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ৪৪৭ টাকা।

বাজেটে কোনউদ্বৃত্ত দেখানো হয়নি। তবে বাজেটে নতুনভাবে কোন কর আরোপকরা হয়নি এবং উন্নয়ন কাজে বেশি বরাদ্দ রাখা হয়েছে।বাজেট অধিবেশনে ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিতছিলেন। এছাড়া মুঠোফোনে নাগরিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেনপৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী