Home বিনোদন বোনের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত নেইমার!

বোনের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত নেইমার!

by Dhaka Office
A+A-
Reset

আন্তর্জাতিক মিডিয়ায় নেইমারের সঙ্গে তাঁর বোনের অতি-ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে

বাংলাপ্রেস অনলাইন: চোট সারিয়ে মাঠে ফিরেছেন নেইমার। কোস্তারিকার বিরুদ্ধে দেশের জার্সিতে গোলও করেছেন। তার পর মাঠে হাউ হাউ কান্নায় ভেঙে পড়েছেন। রাশিয়ায় নেমার অবশেষে শিরোনামে। দাদার মাঠে বিক্রম দেখে অচৈতন্য হয়ে পড়েছেন বোন রাফায়েলা বেকরান। তাঁকে নিয়ে আবার একপ্রস্থ হইচই। দাদার সঙ্গে বোনও শিরোনামে।

জ্ঞান হারিয়েই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে চলে এসেছেন রাফায়েলা। পাশাপাশি উঠে এসেছে দাদার সঙ্গে তাঁর সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে এক অদ্ভুত দাবি। বোনের সঙ্গে নাকি অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত নেইমার স্বাভাবিক ভাবেই এমন দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় নেইমার সঙ্গে তাঁর বোনের অতি-ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ‘সাইডওমেক্স এন্টারটেনমেন্ট’ নামের এক অনলাইন মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, নেমার নাকি ‘ইনসেস্ট’-এ অভ্যস্ত। ইংরেজি শব্দ ইনসেস্ট-এর রক্তসম্পর্কের মধ্যে যৌনতা।

সেই বিতর্কিত প্রতিবেদনের বিস্ফোরক বক্তব্য- নেইমার নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে খুল্লমখুল্লা থাকলেও বোনের সঙ্গে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে চরম গোপনীয়তা পালন করেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টার নিজের বোনের ভীষণই ঘনিষ্ঠ। বোন রাফায়েলার জন্মদিন ১১ মার্চ। নেমার নাকি শেষ তিন বছরে বোনের জন্মদিনে উপস্থিত থাকার জন্য মিথ্যা কথা বলে দেশে ফিরে আসেন। চলতি বছরেই যেমন।

 

বোনের জন্মদিন আসার আগেই চোটের কারণ দেখিয়ে তিনি সরাসরি ব্রাজিলে চলে আসেন। সেই সময়েই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের খেলা ছিল পিএসজি-র। প্রথম পর্বে পিএসজি ১-৩ গোলে হেরে বসেছিল। দ্বিতীয় পর্বে গোলের ঘাটতি মিটিয়ে পিএসজি রিয়াল বধ করে পরের পর্বে অগ্রসর হতে পারবে, তেমন কেউই আশা করেনি। চোট থাকলেও তিনি দলের সঙ্গে থাকতে পারতেন। তবে তা না করে সকলকে অবাক করে দিয়ে তিনি ব্রাজিল পাড়ি দিয়েছিলেন। যা নিয়ে ফরাসি মিডিয়ায় বেশ লেখালেখি হয়েছিল।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী