বাংলাপ্রেস অনলাইন: সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে মঙ্গলবার গাজীপুরে সব ব্যাংক বন্ধ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এই নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়।
রাজধানী অদুরে বাণিজ্যিক নগরী গাজীপুরে মঙ্গলবার সিটি কর্পোরেশন নির্বাচন হবে। নির্বাচনের দিন গাজীপুর সিটি করপোরেশন এলাকার সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কল-কারখানা বন্ধ রাখার নির্দেশনাও ইতোমধ্যে দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত অফসিলি ব্যাংকমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা মঙ্গলবার বন্ধ থাকবে।
বাংলাপ্রেস/আর এল