Home জীবনযাপন অত্যাধুনিক কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

অত্যাধুনিক কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

by Dhaka Office
A+A-
Reset

২৫   জুন  দুপুরে   সৈয়দপুর   পৌরসভার   টাউন   হলের   স্থানে   ৯ কোটিটাকা   ব্যায়ে   অত্যাধুনিক   ৫   তলা   বিশিষ্ট   কমিউনিটি   সেন্টারনিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানেসভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, সৈয়দপুর বিএনপি’র রাজনৈতিক জেলাশাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার, পৌর আওয়ামীলীগেরভারপ্রাপ্ত সভাপতি   রফিকুল   ইসলাম বাবু, সাধারণ সম্পাদকমোজাম্মেল হক, প্যানেল মেয়র -১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র -২শাহিন আকতার, ব্যবসায়ী আলহাজ্ব ইমতিয়াজ প্রমুখ। আলোচনাসভা   শেষে   দোয়া   পরিচালনা   করেন হাফেজ মোঃ হারুন রিয়াজী সাহেব। সৈয়দপুর পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে   সকলেরসহযোগিতা কামনা করেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার।

সৈয়দপুর থেকে এম আর আলী টুটুল

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী