Home Uncategorized রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সাক্ষাৎ

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক : ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লেনবা আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে ভারতীয় নৌবাহিনী প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার এবং ক্রমান্বয়ে তা আরো জোরদার হচ্ছে। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। খবর: বাসস।

আবদুল হামিদ বলেন, দু’দেশের নৌবাহিনীর মধ্যকার এ ধরনের সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। দুটি প্রতিবেশী দেশের সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানে ব্লু ইকোনোমির সম্ভাবনাসমূহ খুঁজে দেখার বিরাট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের অভিন্ন সমুদ্রসীমা থাকার কারণে সমুদ্র সম্ভাবনা খুঁজে দেখার ক্ষেত্রে ‘একটি যৌথ গবেষণার উদ্যোগ অত্যাবশ্যক’। এ সময় ভারতীয় নৌপ্রধান সুনীল লেনবা বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের নৌবাহিনী পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে উপকৃত হতে পারে। সমুদ্রসীমার সমন্বিত টহলের (সিওআরপিএটি) বিষয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সমুদ্র নিরাপত্তার জন্য ক্ষতিকর আন্তঃদেশীয় অথবা অপ্রচলিত সমুদ্র হুমকি হ্রাস করবে এবংএটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে সহায়ক হবে।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদের আমন্ত্রণে এডমিরাল সুনীল লেনবা বর্তমানে ছয় দিনের সফরে বাংলাদেশে রয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট্র সচিবগণ এবং উভয় দেশের সিনিয়র সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী