Home Uncategorized দায়িত্বভার গ্রহণ করলেন নতুন সেনাপ্রধান

দায়িত্বভার গ্রহণ করলেন নতুন সেনাপ্রধান

by Dhaka Office
A+A-
Reset

অনলাইন ডেস্ক : নবনিযুক্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে এই দায়িত্বভার গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনীর ঐতিহ্য অনুসারে বিদায়ী সেনাপ্রধানকে সেনানিবাসের সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান এবং বিদায় সংবর্ধনা জানানো হয়। এর আগে গত ১৮ জুন সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ করে। স্বারাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একই দিন এক প্রজ্ঞাপনে জানায়, ২৫ জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

আজিজ আহমেদ এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক এবং কুমিল্লা সেনানিবাসে ৩৩ ইনফ্যানিটি স্টেশনের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী