বাংলাপ্রেস অনলাইন: রাখাইনে রোহিঙ্গা নিধন নিয়ে আন্তর্জাতিক চাপ সামলাতে অং সান সু চি যে ভূমিকা নিচ্ছেন তা যে মিয়ানমারের সেনাবাহিনী পছন্দ করছে না- এটা এখন একরকম ‘ওপেন সিক্রেট’। কিন্তু থাইল্যান্ডের অন্যতম শীর্ষ দৈনিক ব্যাংকক পোষ্টে গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাখাইনে হত্যা ও ধর্ষণের অভিযোগের তদন্ত এবং রোহিঙ্গাদের ফিরিয়ে আনার ইস্যুতে সু চি এবং সেনাবাহিনীর সম্পর্ক ‘বিপজ্জনক মোড়’ নিয়েছে।
বিবিসির সাবেক সাংবাদিক ল্যারি জ্যাগানের লেখা এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে হত্যা এবং নির্যাতনের তদন্তসহ রোহিঙ্গাদের ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘের সাথে যে বোঝাপড়া সু চির সরকার করেছেন তা নিয়ে সেনাবাহিনী সন্দিহান। বিশেষ করে তদন্ত কমিটিতে একজন বিদেশী বিশেষজ্ঞ রাখার বিষয় নিয়ে তীব্র আপত্তি তুলেছে দেশটির সেনাবাহিনী।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে সেনাপ্রধানের ঘনিষ্ঠ একজন সাবেক সিনিয়র সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এটা (তদন্তে বিদেশীকে রাখা) সেনাবাহিনী কোনোভাবেই গ্রহণ করবে না। এই ‘রেড-লাইন’ অতিক্রম করা যাবে না।’
শীর্ষ সেনা কমান্ডের সাথে সম্পর্কিত একাধিক সূত্র উল্লেখ করে লেখা হয়েছে- ‘সু চি এবং জেনারেল মিন অং লেইেনের মধ্যে এক বৈঠকে অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন, তিনি এমনকি অভ্যুত্থানেরও হুমকি দেন। সেনা প্রধান সু চিকে বলেন, আপনি যদি সরকার চালাতে না পারেন, সেনাবাহিনী ক্ষমতা ফিরিয়ে নেবে।’ তবে জ্যাগান তার প্রতিবেদনে লিখেছেন – সেনাপ্রধান কি পুরো দেশের ক্ষমতা নেওয়া কথা বলেছেন নাকি শুধু রাখাইনের কথা বলেছেন, তা স্পষ্ট নয়।
বাংলাপ্রেস/এফএস