329
বাংলাপ্রেস অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী জুলাই মাসে ইউরোপ সফর চলাকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে পারেন। তৃতীয় কোন একটি দেশে এ দুই নেতা বৈঠকে বসতে যাচ্ছেন ক্রেমলিনের পক্ষ থেকে এমন কথা জানানোর কয়েক ঘণ্টা পর ট্রাম্প এ কথা বললেন। খবর সিনহুয়া/বাসস।
ক্রেমলিন আরো জানায়, বৈঠকটি কত তারিখে এবং কোথায় অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার তা জানানো হবে। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বিগত অনেক কয়েক মাস ধরেই ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠকের কথা শোনা যাচ্ছে।
বাংলবপ্রেস/এফএস