Home আন্তর্জাতিক মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : ভারতের মুম্বাইয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নির্মাণস্থলের এক ব্যক্তিসহ পাঁচজন নিহত হয়েছে। ১২ সিটের বিমানটিতে চারজন আরোহী ছিল বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান।

প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি পড়ে প্রচন্ড বিস্ফোরণে হয় এবং এতে একটি গাছে ও রাস্তায় আগুন ধরে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করেছিলাম নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে কিন্তু আমরা যখন সেখানে গেলাম তখন দেখলাম একটি মোটর সাইকেলের ওপর এক ব্যক্তির দগ্ধ শরীর। যখন বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে, তখন সে ওই স্থান দিয়ে যাচ্ছিল।

ভারতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজিসিএ) বলেন, টার্বোপ্রপ কিং এয়ারের সি-৯০ বিমানটি জুহু বিমানবন্দর থেকে উড়েছিল। বৃষ্টি বা আবহাওয়া দুর্ঘটনার কারণ ছিল না। রাজোয়ার্দি হাসপাতালের মেডিকেল অফিসার জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই জন নারী। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে তিনি জানান।

বাংলবপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী