বাংলাপ্রেস অনলাইন: শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশিক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকাল ৫টায় শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের শ্বসানঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আশিকের লাশ উদ্ধার করে। নিহত আশিক সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ওমরপুর এলাকার আইনাল হকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৫টায় সহপাঠি ও বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে শীতলক্ষ্যা নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় স্কুলছাত্র আশিক। পরে সহপাঠি বন্ধু ও স্থানীয় যুবকদের প্রায় আধঘন্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এদিকে, সন্তান হারানোর আহাজারিতে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাপ্রেস/এফএস