Home Uncategorized খালেদা জিয়ার কারাবন্দির খবর জানেন বিল ক্লিনটন

খালেদা জিয়ার কারাবন্দির খবর জানেন বিল ক্লিনটন

by bnbanglapress
A+A-
Reset

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে খালেদা জিয়ার কারাবন্দির বিষয়ে কথা বলাছেন গোলাম ফারুক শাহীন

নিউ ইয়র্ক প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, খালেদা জিয়া বর্তমানে কারাবন্দি রয়েছেন এ বিষয়টি তিনি অবগত রয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন ‘বিশ্বে রাজনীতি করা এখন বড় কঠিন’ (ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট)। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের হান্টিংটন শহরে বুক রিভিউ নামক একটি দোকানে অনুষ্ঠিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং খ্যাতনামা লেখক জেমস প্যাটারসনের যৌথভাবে লেখা ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ নামক একটি বই বিক্রি-বিষয়ক অনুষ্ঠানের যুক্তরাষ্ট্র প্রবাসী জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য গোলাম ফারুক শাহীন বিল ক্লিনটনের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার কারাবন্দির বিষয়টি তুলে ধরলে বিল ক্লিনটন বলেন, খালেদা জিয়া বর্তমানে কারাবন্দির বিষয়টি তিনি অবগত রয়েছেন।
গোলাম ফারুক শাহীন বিল ক্লিনটন বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে ৭৫ বছর বয়সী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছে। মানবিক কারণেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। একটি মামলায় জামিন হলে আরেকটি মামলা দিয়ে আটক রাখার চেষ্টা করছে সরকার। এ বিষয়গুলো শুনে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেননি ক্লিনটন। চুপচাপ শাহীনের কেনা বইয়ে অটোগ্রাফ দেওয়া শেষ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তারপর বিল ক্লিনটন বলেন, খালেদা জিয়া বর্তমানে কারাবন্দি রয়েছেন এ বিষয়টি তিনি জানেন। এ প্রসঙ্গে তিনি বলেন ‘বিশ্বে রাজনীতি করা এখন বড় কঠিন’ (ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট)।
জানা যায়, ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ বইতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থার বর্ণনা করে ট্রাম্প-অস্থিরতা কীভাবে বিশ্বকে গ্রাস করছে তা তুলে ধরা হয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র যে একজন দক্ষ প্রেসিডেন্টের অনুপস্থিতি বোধ করছে তাই তুলে ধরা হয়েছে বইয়ে। গত মে মাসে আমাজনে এ বিষয়ে নোটিস দেওয়া হয়। মাথাপিছু ৩০ ডলারের টিকিট ক্রয় করে ঢুকতে হবে ওই অনুষ্ঠানে, এরপর অটোগ্রাফসহ বই দেওয়া হবে। দেড় ঘণ্টার মধ্যে ৫০০ টিকিট বিক্রি হয়ে যায়। প্রবেশমুখে ছিল দীর্ঘ লাইন।
যথারীতি লাইন দিয়েই বই ক্রেতারা ক্লিনটনের টেবিলে পৌঁছান অটোগ্রাফের জন্য। প্রত্যেকেই বিল ক্লিন্টনের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। ক্লিনটন নিজে থেকেও অনেকের কাছে নানান কিছু জানতে চান। সেখানেই বাংলাদেশি-আমেরিকান গোলাম ফারুক শাহীন তার কেনা বইয়ে অটোগ্রাফ সংগ্রহ ও শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন।
অপর একটি সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি এবার ভারতের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে হাউস অব লর্ডসের সদস্য অ্যালেক্স কারলিলি চলতি মাসের প্রথম সপ্তাহে দিল্লি যাচ্ছেন। তিনি দিল্লিতে ভারত সরকার এবং সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। তবে ভারত সরকারের কোন স্তরের প্রতিনিধির সঙ্গে মিলিত হবেন তা এখনো জানা যায়নি। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রিটিশ এমপির ভারতে যাওয়ার যাবতীয় উদ্যোগ নিয়েছেন। সেই সময়ে ঢাকা থেকে বেগম জিয়ার আইনজীবীরাও ভারতে যাবেন। লর্ডস অ্যালেক্স মনে করেন, বেগম জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানাবেন তিনি।
লর্ডস অ্যালেক্স জানিয়েছেন, বাংলাদেশ সরকার তাকে ভিসা দিতে বিলম্ব করাতেই তিনি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজেকে বেগম জিয়ার আন্তর্জাতিক আইনি পরামর্শক বলেও জানান। অবশ্য ব্রিটিশ এমপি ভারত যাওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম জুলাই মাসে ভারত যাচ্ছেন। তিনি ইন্ডিয়ান কাউন্সিল অব কালচার রিলেশনসের (আইসিসিআর) চেয়ারম্যান বিনয় সহস্রবুদ্ধের সঙ্গে বৈঠক করবেন। সহস্রবুদ্ধ হলেন বিজেপির রাজ্যসভার সদস্য।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী