Home আন্তর্জাতিক ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফের বিক্ষোভ

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফের বিক্ষোভ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিউ ইয়র্ক প্রতিনিধি: মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের শিগগিরই মিলিয়ে দেওয়ার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আবারো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দেশটির হাজারো মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হাজারো মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জটিল অভিবাসন নীতির ফলে মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছে শিশুরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, গত শনিবার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের পাশে লাফায়েত স্কয়ার পার্কে এ প্রতিবাদে হাজারো মানুষ মিলিত হয়েছিলেন।
আন্দোলনকারীদের স্লোগান ছিল, ‘সীমান্তে বিশ্বাস করি না আমরা, দেয়ালেও নয়, সব পরিবারের মধ্যে এক হয়ে মিলিতভাবে বসবাস করা উচিত।’ ওয়াশিংটনের আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, ট্রাম্পের অভিবাসন নীতি, এটা বর্ণবাদের আশ্রয়। এর প্রতিবাদে এগিয়ে আসতে হবে সবাইকে। ভালো মানুষেরা প্রতিবাদে না আসলে, খারাপের জয় হবে।
যুক্তরাষ্ট্রের অভিবাসনের বিরুদ্ধে টুইটারে যুক্তি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সেখানে উল্লেখ করেন, অবৈধভাবে যখন কেউ যুক্তরাষ্ট্রে আসবেন, আমাদের উচিত তখনই তাদের ফেরত পাঠানো। আইনি জটিলতায় সময় পার করার কোনো মানে হয় না। অবশ্যই দ্রুত ফেরত পাঠানো দরকার।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী