Home আন্তর্জাতিক মালীতে স্থলমাইন বিস্ফোরণ হয়ে ৪ সেনা সদস্য নিহত

মালীতে স্থলমাইন বিস্ফোরণ হয়ে ৪ সেনা সদস্য নিহত

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: মালীর মোপটি’র মধ্যাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে শনিবার দেশটির ৪ সেনা সদস্য নিহত হয়েছে। স্থলমাইন সেনাদের বহনকারী গাড়িতে আঘাত হানায় তাদের মৃত্যু হয়। এ অঞ্চলের গভর্নর একথা জানান। খবর এএফপি/বাসস।

গভর্নর সিদি আলাসসানি তৌরি বলেন, কোরো সীমান্ত অঞ্চলের কাছে সেনাদের বহনকারী গাড়ি মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয়। এতে ৪ সেনা সদস্য নিহত এবং অপর ২ জন আহত হয়েছে। তিনি বলেন, জুলাইতে মালীর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনী ওই অঞ্চলে টহল জোরদার করেছে। এলাকাটিতে আন্তঃসম্প্রদায় সংঘাতের উত্তাপ বিরাজ করছে। মোপটি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে কোরো অঞ্চলের অধিবাসীরা জানান, সন্ত্রাসীরা সর্বত্র স্থলমাইন বসানো শুরু করেছে।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী