339
বাংলাপ্রেস অনলাইন: উত্তর দিল্লীর বুরারি এলাকার এক বাড়ি থেকে রোববার ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়া/বাসস। ইন্ডিয়া টুডে চ্যানেলের রিপোর্টে বলা হয়, সবগুলো মৃতদেহ ঝুলন্ত এবং চোখ বাঁধা অবস্থায় ছিল। এদের মধ্যে ৪ নারী, ২ পুরুষ এবং ৫ শিশু রয়েছে।
পরিবারের প্রধান ললিত একজন প্লাইউড ব্যবসায়ী এবং প্রায় দুই দশকের বেশি সময় এ বাড়িতেই বসবাস করছিলেন। ঘটনাটি একটি গণআত্মহত্যা বলে ধারণা করা হলেও দিল্লী পুলিশ ঘটনার তদন্ত করছে।
বাংলাপ্রেস/এফএস