Home আন্তর্জাতিক মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাযাক গ্রেফতার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাযাক গ্রেফতার

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাযাককে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। অচিহ্নিত অনেকগুলো গাড়ির বহরে করে রাযাককে তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে। ওয়ানএমডিবি নামে একটি সরকারী বিনিয়োগ তহবিল থেকে শত শত কোটি ডলার উধাও হয়ে যাবার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগে বলা হয়, রাযাক ওই তহবিলের ৭০ কোটি ডলার পকেটস্থ করেছেন।

মালয়েশিয়ায় একটি ‘আর্থিক কর্মকান্ডের কেন্দ্র’ গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ২০০৯ সালে ওয়ানএমডিবি শুরু হয়েছিল। কিন্তু ২০১৫ সালের বিভিন্ন ব্যাংক ও বন্ডমালিকদের প্রায় একশ কোটি ডলারের ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হবার পর এটি আলোচনায় আসে। পরে ওয়াল স্ট্রিট জার্নালে এক রিপোর্টে বলা হয়, তারা এমন দলিলপত্র দেখেছেন যাতে প্রতিষ্ঠানটি থেকে ৭০ কোটি ডলার নাজিব রাযাকের নিজ একাউন্টে গেছে বলে অভিযোগ করা হয়। গত মে মাসের নির্বাচনে রাযাক পরাজিত হন, ক্ষমতাসীন হন আরেক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এর পর দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালীন সময়ে নাজিব রাযাকের দেশের বাইরে যাবার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার বাড়ি থেকে পুলিশ ২৭ কোটি ডলার মূল্যের বিলাসদ্রব্য বাজেয়াপ্ত করেছে – যার মধ্যে ছিল দামী ঘড়ি, নেকলেস, জুতো এবং হাতব্যাগ সহ রাযাকের স্ত্রীর ১২ হাজার অলংকার। রাযাক কোন অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন। – বিবিসি বাংলা

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী