Home আন্তর্জাতিক আমেরিকা কখনোই ইরানের তেল বিক্রি ঠেকাতে পারবে না : রুহানি

আমেরিকা কখনোই ইরানের তেল বিক্রি ঠেকাতে পারবে না : রুহানি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা কখনোই ইরানের তেল বিক্রি ঠেকাতে পারবে না। মঙ্গলবার বের্নে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেইন বেরসেতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহানি আরও বলেছেন, মার্কিন কর্মকর্তারা ইরানের তেল বিক্রি বন্ধ করে দেওয়ার যে হুমকি দিচ্ছেন তা সব ধরণের আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী। এর মাধ্যমে মার্কিন কর্মকর্তারা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করছেন। তিনি বলেন- এটা একেবারেই ভুল ও হঠকারী চিন্তা যে, বিশ্বের সব তেল উৎপাদনকারী দেশ তেল রপ্তানি করবে আর একমাত্র ইরানই তা রপ্তানি করতে পারবে না। ইরানের অধিকার বাস্তবায়ন নিশ্চিত করা হলে তার দেশ পরমাণু সমঝোতা মেনে চলবে বলে তিনি জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে আসার পর থেকেই ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলে আসছেন। ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী