Home খেলা মেসির বিদায় দেখেই গলায় দড়ি দিলেন যুবক

মেসির বিদায় দেখেই গলায় দড়ি দিলেন যুবক

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: ফ্রান্সের বিরুদ্ধে শোচনীয় হারের পরে আর্জেন্টিনা ছিটকে যেতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বাঙালি যুবক। ঘটনাটি মালদহের হাবিবপুরের ঘটনা। আত্মঘাতী যুবক মনোতোষ হালদার মেসির ডাই-হার্ড সমর্থক। ফ্রান্সের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেসিরা হার মানেন ৩-৪ গোলে। রুদ্ধশ্বাস লড়াইয়ে পরাজয়ের পরেই শোকের ছায়া গোটা বিশ্বের আর্জেন্টিনা ভক্তদের মধ্যে।

মেসির হাতে কাপ দেখতে মুখিয়ে ছিলেন বহু সমর্থক। তবে প্রিয় তারকার সাত তাড়াতাড়ি কাপ-স্বপ্ন ভেঙে পড়া মোটেই মেনে নিতে পারেননি কোটি কোটি আর্জেন্টিনীয় সমর্থক। মনোতোষ হালদার অবশ্য মেসি-বিদায়ে এতটাই মূহ্যমান হয়ে পড়েছিলেন যে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করতে দ্বিধা বোধ করেননি। সর্বভারতীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, মনোতোষ মেসিদের হার দেখার পরে রাতে আর খাবার খাননি। দরজা বন্ধ করে ঘুমোতে চলে যান।

রবিবার সকালে অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে সন্দেহ হয় বাড়ির লোকজনদের। প্রথমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে দেখেন, মনোতোষ আত্মঘাতী।

মনোতোষের বাবা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘মনোতোষ মেসির বড় সমর্থক ছিল। তবে প্রিয় তারকার বিদায়ে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবা যায়নি।’’ পুলিশ অবশ্য গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগে ক্রোয়েশিয়া ম্যাচে হারের পরে কেরলের এক যুবক আত্মঘাতী হয়েছিলেন।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী