Home Uncategorized ‘ছাত্ররা সন্ত্রাসী দলের নিপীড়নের শিকার’

‘ছাত্ররা সন্ত্রাসী দলের নিপীড়নের শিকার’

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের ছাত্রসমাজ আজ একটি ‘সন্ত্রাসী’ দলের নিপীড়ন ও নির্যাতনের শিকার। এই দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করা উচিত। তাদের নির্যাতন-নিপীড়নে আজ বাংলাদেশের সব মানুষ নীরবে কাঁদছে। ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং অবিলম্বে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন সমাবেশের আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোটা সংস্কারের দাবিতে যখন গোটা বাংলাদেশে জেগে উঠেছে, তখন জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সব কোটাব্যবস্থা বাতিল করে দিলেন। তিনি বলেন, যদি কেউ জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা তাঁর দায়িত্ব। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন। এর ফলে মেধাবী বাংলাদেশ গড়ে উঠছে না, বঞ্চিত হচ্ছে।

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, ছাত্ররা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উন্মুক্ত করার জন্য। তিনি আরও বলেন, যেভাবে সরকারি লোকেরা ছাত্রদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, তা অবিশ্বাস্য। এই ছাত্রসমাজ আন্দোলন করছে কোটা সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে মেধাবীরা যেন বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসানের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী